
টাঙ্গাইল-৬ (দেলদুয়ার–নাগরপুর) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও শিল্পপতি মোঃ আতিকুর রহমান আতিক। ইতোমধ্যে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে চূড়ান্ত মনোনয়ন বণ্টনে মনোনয়ন না পাওয়ায় সাধারণ ভোটার ও তৃণমূল নেতাকর্মীদের জোরালো দাবির মুখে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখার লিফলেট হাতে নিয়ে দেলদুয়ার ও নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে আসছেন আতিক। এতে সাধারণ ভোটার ও বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তার প্রতি ব্যাপক আস্থা ও সমর্থনের সৃষ্টি হয়েছে।
এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি, ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রবিউল আউয়াল লাভলু। জানা গেছে, এই আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১০-এর অধিক প্রার্থী, যাদের অধিকাংশই রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিলেন। মনোনয়ন বঞ্চিত এসব প্রার্থীর কর্মী-সমর্থকদের বড় একটি অংশ বর্তমানে স্বতন্ত্র প্রার্থী আতিকের পক্ষে অবস্থান নিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্লিন ইমেজের অধিকারী আতিক নির্বাচনী মাঠে সক্রিয় থাকলে এটি বিএনপির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিশেষ করে নাগরপুর উপজেলার দক্ষিণ নাগরপুর, দপ্তিয়র, সলিমাবাদ, বেকড়া, ধুবুড়িয়া ও ভাদ্রা ইউনিয়নে তার শক্তিশালী ভোট ব্যাংক রয়েছে। ফলে ভোটের হিসাব পাল্টে গিয়ে বিএনপির জন্য বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কাও করছেন সাধারণ ভোটার ও সচেতন মহল।
এদিকে আতিকের সমর্থক ও তৃণমূল নেতাকর্মীরা দাবি করছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন—এ বিষয়ে তারা শতভাগ নিশ্চিত। মাঠপর্যায়ের জনসমর্থন ও গণসংযোগের চিত্র সে দাবির পক্ষে শক্ত ভিত্তি তৈরি করেছে বলেও তারা মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোঃ আতিকুর রহমান আতিক বলেন,“অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো। নির্বাচিত হলে টাঙ্গাইল-৬ দেলদুয়ার–নাগরপুর আসনের ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো।”
প্রতীক বরাদ্দের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে ভোট দেওয়ার জন্য সকল ভোটারের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন।